বগুড়ায় নাশকতা মামলায় গ্রেফতার দুই শিশু শিক্ষার্থীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গ্রেফতার দুই শিক্ষার্থী হলেন সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সিয়াম বাবু ও অষ্টম শ্রেণির সাবিদুল ইসলাম সুপ্ত। সিয়াম বাবু পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মিঠু ইসলামের ছেলে এবং সুপ্ত একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
অভিভাবকরা জানায়, গত বুধবার দুপুরে তারা যমুনায় গোসল করতে গিয়েছিল। তখন আবদুল মোমিন নামে এক তরুণ রেসকিউ বোটের কাচ ভাঙচুর করছিল। সে শিশুদের সেখানে ডেকে নেয়। এ সময় চালকেরা শিশু দুটিসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে বোটের দুই চালক বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আটক আবদুল মোমিন, দুই শিশুসহ অজ্ঞাতনামা আসামিরা বুধবার সারিয়াকান্দি সদরের কালীতলা শ্মশানঘাট এলাকায় রাখা দুটি রেসকিউ বোট ভাঙচুর করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটকরা বড় ধরনের সহিংসতা ও নাশকতা ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।