ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ

দেশবার্তা

আমাদের বার্তা, ঝালকাঠি

প্রকাশিত: ১৯:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট, সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), সিনিয়র

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। গতকাল বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়