ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি: ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি: ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস

পচা দেশ থেকে তরতাজা রাষ্ট্র গড়তে ব্যবসায়ীদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শ্রমিক-মালিকদের মধ্যে অসন্তোষের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে পোশাক খাত নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সমাধানে আমরা একসঙ্গে কাজ করবো। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক-মালিক একটি দল হিসেবে কাজ করবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন। যেখানে কোন মুনাফা থাকবে না। যেই অঞ্চলে আপনাদের ব্যবসা রয়েছে সেখানেই এই ব্যবসা চালু করেন। এই কাজ করার জন্য আপনাদের আমি উৎসাহ দিব। মনে রাখবেন অর্থ উপার্জন করা সুখ কিন্তু অন্য মানুষকে খুশি করা তার থেকেও অনেক বেশি সুখের।

সুযোগ জাতির জীবনে বারবার আসে না উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, আর কোন পঁচন নয়, সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। সুযোগ জাতির জীবনে বারবার আসে না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা নতুন বাংলাদেশ গড়বোই।

তরুণরা সুযোগ করে না দিলে জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার বলেও জানান সরকার প্রধান। 

জনপ্রিয়