ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল রিমান্ডে

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল রিমান্ডে

লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদ্রাসার ছাত্র আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন। 

ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মৃগাংক শেখর তালুকদার হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

জনপ্রিয়