ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকেরা। এর আগে, সোমবার সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকেরা।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকেরা তাদের বকেয়া পাওনার দাবিতে গত সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

পুলিশ সুপার শাহিনুর কবীর আরও জানান, শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থানের ঘোষণা দিলে মহাসড়ক ব্যবহারকারীরা পড়েন চরম ভোগান্তিতে। এ পরিস্থিতিতে আজ দুপুরে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের আশ্বস্ত করলে প্রায় ৫২ ঘণ্টা পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রম আইনের ১৩ এর (১) ধারায় নিরাপত্তার স্বার্থসহ বেশ কিছু কারণে অন্তত ১০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

জনপ্রিয়