ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দেশবার্তা

আমাদের বার্তা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:২৩, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৩১, ২৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার  করা হয়। অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও উপস্থিতি ছিলেন। 

ডা. মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি পৌর শহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার আব্দুর খালেক মিয়ার ছেলে।

গত ৪ আগস্ট জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার ঘটনায় গত শুক্রবার শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিসুর রহমান বাদী হয়ে সাবেক দুই মন্ত্রীসহ ২৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাশকতা ও সহিংসতার অভিযোগ করা হয়। ওই মামলার ২৩ নম্বর আসামি চিকিৎসক আবু সাঈদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার নাশকতা ও সহিংসতার অভিযোগে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি আবু সাঈদ। ওই মামলায় র‍্যাব তাঁকে আটকের পর পুলিশে সোপর্দ করে। পরে তাঁকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয়