ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

দেশবার্তা

আমাদের বার্তা, লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ২৪ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-ভরাট উত্তোলন এবং এই বালু উত্তোলনে বাধাদানকারীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

গতকাল সোমবার দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী প্রধান সড়কের লক্ষীপুর বাজার এলাকায়  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, স্থানীয় আ’লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শুকুর আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পদ্মা নদী থেকে ইজারাকৃত জায়গায় বালু-ভরাট উত্তোলন না করে অবৈধভাবে বিভিন্ন মৌজায় বালু উত্তোলনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, প্রস্তাবিত লালপুর উপজেলার অর্থনৈতিক জোন, নদীর তীর রক্ষা বাঁধ, ফসলি জমিসহ এলাকার ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

বিষয়টি প্রশাসনকে জানালে স্থানীয় প্রশাসন সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু এর পরে বালু উত্তোলনকারীরা স্থানীয়দের নামে মামলা করে এবং পুনরায় বালু উত্তোলনের প্রস্তুতি নেয়। তাই বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে বাধ্য হচ্ছে বলে জানান তারা। অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্য মামলা প্রত্যাহার ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা। 

জনপ্রিয়