মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও পিবিআই সদস্যরা। এসময় মরদেহের পাশে পড়ে থাকা ৫টি গুলির খোসাও উদ্ধার হয়েছে।
শনিবার(৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পিবিআই সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
শ্রীনগরথানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পিবিআইসহ পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ ঘটনাস্থলে আসার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে বলেও জানান ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।