ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অস্ত্রে*র মুখে ৩ শ্রমিককে অপহরণ 

দেশবার্তা

আমাদের বার্তা, কক্সবাজার

প্রকাশিত: ১৭:৩৫, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫৫, ৩০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অস্ত্রে*র মুখে ৩ শ্রমিককে অপহরণ 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটে এ ঘটনা ঘটে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন নিশ্চিত করে বলেন, অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে ৭ থেকে ৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারীসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।

দুর্বৃত্তরা অপহৃতদের জিম্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান মো. দস্তগীর হোসেন।

জনপ্রিয়