ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দোকানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

দেশবার্তা

আমাদের বার্তা, কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

দোকানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি এক মোবাইল দোকানে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও ঘন্টাখানেক সড়ক অবরোধ করে। গতকাল শনিবার দুপুর ১২টায় বাজারেরে ভেতরে মানববন্ধনের পর দাদামোড়স্থ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ঘন্টাখানেক সড়ক অবরোধ করা হয়। এসময় বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানচলাচল। মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেন লাইজু, সমবায় মার্কেটের ব্যবসায়ী মাসুম, ফিরোজ প্রমুখ।

জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আকাশ আহম্মেদ (২৮) নামে এক ক্রেতা পান-সিগারেটের দোকানে ৫শ’ টাকা দিয়ে ভাঙতি না পেয়ে ওই দোকানদারকে মারধর করে। এসময় ফিরোজ টেলিকমের ব্যবসায়ী সাদ্দাম প্রতিবাদ করেন। পরে বিকেল ৫টার সময় আকাশ ১৫/২০ জনের দলবল নিয়ে ফিরোজ টেলিকমে হামলা চালিয়ে সাদ্দাম ও কর্মচারী সাগরকে মারধর করে। ওই সময় হামলাকারীরা আটটি মোবাইল ছিনতাই ও সাগরের পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পরে। হামলার ঘটনায় সাদ্দামের বড় ভাই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় আকাশ আহম্মেদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার না করায় কুড়িগ্রাম বাজার সমিতির ব্যবসায়ীরা শনিবার দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
 

জনপ্রিয়