ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কেনাবেচার সময় গোদাগাড়ীতে ভিজিএফের চাল জব্দ 

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১২:৩২, ২১ মার্চ ২০২৫

সর্বশেষ

কেনাবেচার সময় গোদাগাড়ীতে ভিজিএফের চাল জব্দ 

রাজশাহী গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ এর চাল বেচাকেনার সময় জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত দু'জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এছাড়াও ভিজিএফ কার্ড বিক্রয়ের সঙ্গে জড়িত ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সুলাইমান ইসলাম ও ৩ নং ওয়ার্ড সদস্য শাহিন আলম পালিয়ে গেছে বলে জানা গেছে।  এদের সঙ্গে জড়িত রয়েছেন সংরক্ষণ মহিলা ইউপি সদস্য সালেহা বেগম ও নাসরিন খাতুন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে হতদরিদ্রের জন্য বিশেষ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।  এছাড়াও ওই ইউনিয়নের কয়েকজন সদস্য কার্ড বিতরণ না করে রেখে দেয়।  এসব চাল ইউনিয়ন পরিষদ হতে ক্রয় করে একজন একটি দোকান ঘরে রাখে।

গত বৃহস্পতিবার বিকেলে ওই চাল তিনটি ভ্যানে নিয়ে যাওয়ার সময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও এসিল্যান্ড শামসুল ইসলাম ঘটনাস্থল পৌঁছে ৩ ভ্যান চাল ও ৮৪ টি ফাঁকা বস্তা জব্দ করে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, চাল উদ্ধারের বিষয়টি সঠিক। তবে কি পরিমাণ জব্দ করা হয়েছে তা এখনি বলতে পারছিনা।  চাল ক্রয়ের সঙ্গে জড়িত দুজনকে থানায় নেয়া হয়েছে।
 

জনপ্রিয়