ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

ভিসা থেকে পুরস্কার জিতলো ব্র্যাক ব্যাংক 

অর্থনীতি

আমাদের বার্তা

প্রকাশিত: ১৯:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ভিসা থেকে পুরস্কার জিতলো ব্র্যাক ব্যাংক 

কার্ড ইস্যু এবং আকুয়্যারিংয়ের বিভিন্ন বিভাগে ব্যবসায়িক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক লিমিটেড এ বছর ভিসা থেকে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি পুরস্কার পেয়েছে। 

ব্র্যাক ব্যাংক টানা পঞ্চম বছরের মতো 'অ্যাক্সিলেন্স ইন পিওএস আকুয়্যারিং বিজনেস' ক্যাটাগরিতে এবং টানা তৃতীয় বছরের মতো ‘অ্যাক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট (ইস্যুয়িং)’ ও ‘অ্যাক্সিলেন্স ইন কমার্শিয়াল কার্ড’ এই দুই ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে। পাশাপাশি নতুন দুটি ক্যাটাগরি-- 'অ্যাক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ এবং ‘অ্যাক্সিলেন্স ইন ভিএএস প্রোডাক্ট’- তেও এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।  

ক্রমবর্ধমান গ্রাহক-শ্রেণি এবং সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে কার্ড, ই-কমার্স এবং অ্যাকোয়্যারিং ব্যবসার ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ব্যাংক।  

গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. শারাফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামের হাতে এ পুরস্কারগুলো তুলে দেন। এ সময় ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

জনপ্রিয়