ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

তারল্য সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক 

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

তারল্য সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক 

সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে বিশ্বব্যাংক বাংলাদেশকে  সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে।  বিশ্ব ব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর। 

অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের কাছে। এ ব্যাপারে ইতিবাচক তারা। তবে, বিষয়টি নিয়ে আরো আলোচনা হবে তাদের সঙ্গে। 

এদিকে, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।
 

জনপ্রিয়