ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জরুরি সভায় যে সিদ্ধান্ত নিলো ঢাবির প্রক্টরিয়াল কমিটি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১৬ জুলাই ২০২৪

সর্বশেষ

জরুরি সভায় যে সিদ্ধান্ত নিলো ঢাবির প্রক্টরিয়াল কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা কেরেছে প্রক্টরিয়াল বডি। এ ছাড়া শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সমাবেশে কোন ধরনের অস্ত্রশস্ত্র; যেমন- লাঠিসোটা, ইট, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করা নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল কমিটি।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং প্রক্টরিয়াল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল কমিটি।

সিদ্ধান্তগুলো হলো- আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছে প্রক্টরিয়াল কমিটি। শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র; যেমন- লাঠিসোটা, ইট, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া এবং কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিটি।

এ ছাড়া চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে কোনো ধরনের গুজব ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিষিদ্ধ করলেও শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাটিসোঁটা দেখা গেছে। সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের একাধিক দল মিছিল নিয়ে দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে টিএসসি মোড়ে হাজির হতে থাকে। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং হাতে ছিল লাঠি।
 

জনপ্রিয়