ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আরো দুইদিনে কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৪ আগস্ট ২০২৪

সর্বশেষ

আরো দুইদিনে কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারাদেশে “বিক্ষোভ ও গণঅবস্থান” এবং মঙ্গলবার “লংমার্চ টু ঢাকা” কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বিবৃতিতে বলা হয়, ৫ই অগাস্ট (সোমবার) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে তারা। সকাল ১১টায় রাধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে তারা। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থানের ডাক দেয় তারা। 

পরের দিন ৬ অগাস্ট (মঙ্গলবার) “লংমার্চ টু ঢাকা” কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। সেই অনুসারে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিন দুপুর ২টায় শাহবাগে জমায়েতের ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

জনপ্রিয়