ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

মিডওয়াইফদের কর্মপরিধি বাড়ানোর দাবি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৫৯, ১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

মিডওয়াইফদের কর্মপরিধি বাড়ানোর দাবি

শিক্ষার সুযোগ এবং কর্মপরিধি আরো প্রসারিত করা দাবি জানিয়েছে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) নেতারা। একইসঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে মিডওয়াইফদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। 
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন দাবি জানান তারা। 

এ সময় বক্তারা বলেন, মিডওয়াইফ দক্ষ, প্রশিক্ষিত, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী। একজন মা গর্ভধারন পূর্ববর্তী পরিকল্পনা থেকে শুরু করে, গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সময়ে মিডওয়াইফের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। 

বর্তমানে, বাংলাদেশে ৭ হাজার ২৩০ জন লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফ (বিএনএমসি রিপোর্ট ৩১-জুলাই-২০২৩ অনুযায়ী) রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৫৫৭ জন মিডওয়াইফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারে কর্মরত। 

এ ছাড়াও গোলটেবিল বৈঠকে সভাপতি আসমা খাতুন মিডওয়াইফদের নিয়ে উল্লেখিত তথ্য তুলে ধরেন। আয়োজনের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক সংগীতা সাহা প্রেমা বলেন, মা ও নবজাতক শিশুর মৃত্যুহার কমাতেই চিকিৎসাখাতে মিডওয়াইফদের প্রয়োজনীয়তা দেখা দেয়।

বিএমএসএর সাবেক সহ-সভাপতি সৈয়দা মাহফুজা ঝুমু মিডওয়াইফদের উন্নয়নে তাদের শিক্ষার সুযোগ এবং কর্মপরিধি আরো প্রসারিত করার জন্য নীতি-নির্ধারণী পর্যায়ে মিডওয়াইফদের অন্তর্ভুক্ত করার দাবি যুক্তিসংগত বলে মনে করেন। 

প্রায় ৯ হাজার মিডওয়াইফ বিশেষায়িত শিক্ষা গ্রহণ করার পর, কম্পিটেন্ট হওয়ার পরও মিডওয়াইফরা বেকার হয়ে বসে আছেন, তারা প্রায় হতাশাগ্রস্ত। বেসরকারি পর্যায়ে মিডওয়াইফদের আরো বেশি করে কাজের সুযোগ করে দেয়া উচিত।
বিএমএস এর পক্ষ থেকে এরই মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে লিখিত আকারে দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তারা।

জনপ্রিয়