ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সনদ সত্যায়ন কর্মশালা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সনদ সত্যায়ন কর্মশালা

দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে সনদ সত্যায়ন কর্মশালা চলছে। 

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ে এ  কর্মশালার আয়োজন করা হয়েছে। 
কর্মশালায় প্রধান অতিথি ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বিশেষ অতিথি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার, ইউজিসি সদস্য প্র্রেফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।   ইউজিসির আইএমসিটি পরিচালক মো.ওমর ফারুখ এতে সভাপতিত্ব করছেন।

এ সময় প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। সনদ সত্যায়নের বিষয়ে ফরেন মিনিস্ট্রির সহযোগিতা নেয়া হবে। বিদেশে শিক্ষার্থী পাঠাতে ফরেন মিনিস্ট্রি ও ইউজিসি একসঙ্গে কাজ করবে। সবাই নতুন দেশের প্রত্যাশা করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমরা। এই কর্মশালাটি ১০ তারিখে হওয়ার কথা ছিলো। তবে আমরা সেটাকে এগিয়ে নিয়ে এসেছি।

তিনি বলেন, দেশে যে পরিবর্তন আসলো এর জন্য আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। কয়টা নাম বলা যাবে। টিম ওর্য়াক কীভাবে হয় তা এই আন্দোলনের মাধ্যমে বোঝা গেলো। 
 

জনপ্রিয়