ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ , ১৭ আশ্বিন ১৪৩০ । আর্কাইভস । ই পেপার
পাঁচ বছরের প্রেম অর্জুন কপূর ও মালাইকা অরোরার। সেই সম্পর্ক নাকি ভাঙনের মুখে। গত মাসখানেক ধরে বলিপাড়া সরগরম অর্জুন ও মালাইকার সম্পর্কের জল্পনাতেই।
বিনোদন থেকে আরও খবর
বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহিত করতে এগিয়ে এসেছিলেন বিনোদন অঙ্গন। আয়োজন করেছিলেন সেলিব্রিটি ক্রিকেট লিগের। কিন্তু হলো হিতে বিপরীত। নিজেদের মধ্যেই বেঁধে গেল মারামারি। বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো এই সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ঢাকায় শুরু হয়েছে তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএল। তিন দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন আজ। কিন্তু এ আয়োজনের একদিনও তিনি মাঠে যাননি আলোচিত নায়িকা পরীমণি। আর কেন জাননি তা নিয়ে সকল জল্পনার অবসান ঘটালো পরীমণি নিজেই।
জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন তিয়াসা লেপচা। এ বার পুজোয় প্রেমিকের সঙ্গে কী পরিকল্পনা নায়িকার? গোবরডাঙায় বড় রাধাকৃষ্ণ। যতই জনপ্রিয়তা বাড়ুক না কেন কৃষ্ণসেবা না করলে মন ভরে না তিয়াসা লেপচার। ‘কৃষ্ণকলি’র শ্যামার এখন নতুন পরিচয় ইন্দিরা। গোবরডাঙায় তাঁর আদি বাড়ি। সেখানে পুজোর ফাঁকে কথা হল নায়িকার সঙ্গে। এত কিছুর মাঝে আবার গুঞ্জন ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল নাকি শেষ হচ্ছে। সেই আলোচনা উড়িয়ে দিয়েই পুজোর গল্প বললেন তিয়াসা।
কলম্বিয়ান বংশোদ্ভূত পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সোলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর এ বার সুখবর শোনালেন জিৎ। দ্বিতীয় বার বাবা হতে চলেছেন নায়ক। সমাজমাধ্যমের পাতায় বিশেষ ছবি পোস্ট করে ঘোষণা করলেন।
নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সদ্যই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন তিনি। এরপরই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে।
নির্মাতা সৃজিতের জন্মদিন বলে কথা! স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা তো ছিলেনই আরও ছিলেন দুই বাংলার একঝাঁক তারকা। নির্মাতার জন্মদিনের একটি ছবিতে দেখা যায়, টেবিলে সাজানো কেক কাটছেন সৃজিত, বাঁ পাশে দাঁড়ানো মিথিলা তার পাশে বোন মিমও। আর মিথিলার বাঁ পাশে দাঁড়িয়ে আছেন জয়া আহসানসহ অনেকে।
চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘পাফ ড্যাডি’ ওটিটিতে মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর। এরই মধ্যে সিরিজটি বন্ধের আইনি নোটিশ দিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ সিনেমাটি বন্ধের আবেদন জানিয়েছেন তিনি।
হলিউড এখন সরগরম পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের বিবাহবিচ্ছেদের খবরে। তিন বছরের প্রেম ও তার পরে চার বছরের দাম্পত্য জীবন। সম্প্রতি ভাঙন ধরেছে জো ও সোফির সাত বছরের সম্পর্কে। চার বছর আগে এক বার নয়, দু’বার একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জো এবং সোফি। কিন্তু, শেষ তক ভেঙেই গেলো ‘জোফি’-র সংসার।
উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক হ্যামলেটের বাঙালি অ্যাডপশন তৈরি হচ্ছে এমন খবর এখন টালিপাড়ায় হট নিউজ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সবাইকে চমকে দিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হঠাৎ তাঁর পোস্ট, মা হতে চলেছেন নায়িকা। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি ও আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।’
বলিউড অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মজার ওই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অখিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা চলছে।
ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসারে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। এবার সব জল্পনা শেষে রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি। জানা গেছে, চারটি কারণ দেখিয়ে রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমণি।
দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। প্রথমবারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যে ছবি দিয়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই নায়িকা।
নাটকীয়তা করে সিনেমার খবর জানালেন পরীমণি। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (স্বাক্ষরের ইমোজি)। আল্লাহ ভরসা।’
amaderbarta.net
সর্বশেষ
জনপ্রিয়