ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কিশোর কুমারের জন্মদিন আজ

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৪ আগস্ট ২০২৪

সর্বশেষ

কিশোর কুমারের জন্মদিন আজ

ভারতীয় কিংবদন্তি সঙ্গীত তারকা কিশোর কুমারের জন্মদিন আজ । তিনি ১৯২৯ খ্রিষ্টাব্দের এই দিনে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। গায়কের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম গৌরী দেবী। চার ভাই-বোনের মধ্যে কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ। কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত তিনি।

বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া, এবং উর্দু এমন অনেক ভাষায় গান করেছেন তিনি।

গানের বাইরে বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বিখ্যাত কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ, চলতি কা নাম গাড়ি, হাফ টিকিট, পড়োশন, হাঙ্গামা, পেয়ার দিওয়ানা, বাড়তি কা নাম দাড়ি। তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে নোকরি, বন্দি, দূর গগন কি ছাঁও মে, দূর কা রাহি। ১৯৮৭ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তুমুল জনপ্রিয় এই শিল্পী।
 

জনপ্রিয়