ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক

জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।এ বিষয়ে বিস্তারিত না জানালেও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

 ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাফাত মজুমদার রিংকু। ঘনিষ্ঠজনদের ধারণা, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাঁকে আটক করা হয়েছে।কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করছেন তরুণ এ নির্মাতা। তাঁর নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়।

রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‌‘তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে। এখন আছে গুলশান থানায়। কেন কী কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই।’
 
তিনি আরও লেখেন, ‘শিল্পী কলাকুশলীসহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার এখনই মুক্তি চাই। যার নতুন নাটক আর গল্পের খবর জানানোর কথা তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত। আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’

অভিনেতা খায়রুল বাসার তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।’

 

জনপ্রিয়