ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘লিজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্ট স্থগিত

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

‘লিজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্ট স্থগিত

ভারী বর্ষণে বাতিল করা হয়েছে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। এতে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় এসেছেন পাকিস্তানের শ্রোতানন্দিত ব্যান্ড জাল।আজ (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের  ঢাকা এরিনায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কনসার্টে নাম ছিল বাংলাদেশি ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনেরও। 

কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন কারণে স্থগিত হয়েছে কনসার্ট। এরমধ্যে প্রথম কারণ হলো, বৃষ্টি। এছাড়াও তারা নিরাপত্তা ও সুরক্ষার কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, কানসার্টের অনুমতি তারা এখনও পায়নি। এখানে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। জানায়, সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে।

জনপ্রিয়