ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বন্ধু মনি কিশোরকে হারিয়ে যা বললেন ওমর সানী

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:০৯, ২১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

বন্ধু মনি কিশোরকে হারিয়ে যা বললেন ওমর সানী

রামপুরায় নিজ বাসা থেকে শনিবার নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বাভাবিক মৃত্যু হয়নি বলে প্রাথমিক ধারণা পুলিশের। মনি কিশোরের মৃত্যুতে শোকাহত সংগীতশিল্পী, অভনয়শিল্পীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। কেউ কেউ করেছেন স্মৃতিচারণা। ওমর সানীও আছেন এ তালিকায়।

রোববার ( ২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনি কিশোরকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে স্মৃতিচারণার পাশাপাশি গায়কের একটি গানের লাইন যুক্ত করেছেন তিনি।

ওমর সানী বলেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল। সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম এত রাগ-অভিমান ভালো না, গান কর। ও আমাকে বলত শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি।’

মূলত ‘কি ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেননা গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে গানটি দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দেন মনি কিশোর।

প্রসঙ্গত, ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। ৩০টির বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে মনি কিশোরের; যার প্রায় সবগুলোই ছিল হিট। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীও ছিলেন তিনি।

‘কী ছিলে আমার’ ছাড়াও মনি কিশোরের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’সহ আরও অনেক।
 

জনপ্রিয়