ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘ছেলের স্কুলের খোঁজটুকুও রাখে না’, আমিরকে নিয়ে আক্ষেপ কিরণের

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৭, ৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

‘ছেলের স্কুলের খোঁজটুকুও রাখে না’, আমিরকে নিয়ে আক্ষেপ কিরণের

ছেলে আজ়াদের স্কুল বা পড়াশোনার যাবতীয় খোঁজ রাখেন কিরণ রাও। বাবা হিসাবে নাকি কিছুই জানেন না আমির খান। সম্প্রতি করিনা কপূর খানের সাক্ষাৎকারে কিরণ বললেন, ‘‘আমির একজন ব্যস্ত বাবা।’’ ২০২১-এ বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন আমির ও কিরণ। যদিও তার পরেও তাঁদের মধ্যে বন্ধুত্ব ও সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে।

সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।

আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’

একসঙ্গে সন্তান মানুষ করা মোটেও খুব সহজ বিষয় নয়। রীতিমতো বুদ্ধি করে সন্তান মানুষ করতে হয় বলে মনে করেন কিরণ। আমিরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনও আজ়াদকে বড় করার বিষয়ে অভিনেতার তেমন কোনো ভূমিকা ছিল না বলেই দাবি তাঁর প্রাক্তন স্ত্রীর। তবে বিবাহবিচ্ছেদের পরে আমির নাকি বুঝতে পেরেছেন, ছেলে আজ়াদের জন্য সময় বার করাও গুরুত্বপূর্ণ বিষয়।

জনপ্রিয়