ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সালমানের পর নিশানায় শাহরুখ খান

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৬:২৩, ৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সালমানের পর নিশানায় শাহরুখ খান

পর পর হুমকি পাচ্ছেন সালমান খান। লরেন্স বিশ্নোইয়ের নিশানায় তিনি। এ বার হুমকি এল শাহরুখের কাছে। রায়পুর থেকে এক ব্যক্তি ফোন করেন। মুম্বই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।সালমান খানের পরে এ বার শাহরুখ খান। রায়পুর থেকে হুমকি বার্তা পেলেন অভিনেতা। জানা গিয়েছে, ফইজ়ান নামে এক ব্যক্তির তরফে এই হুমকি ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে পৌঁছেছে।

ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ।

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকেই পবিত্র মনে করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষ। তাই সালমানের উপর হামলা করতে অনড় তাঁরা। নানা ভাবে হুমকি দিয়েছেন তাঁকে। এমনকি, সালমানের ঘনিষ্ঠরাও যে নিরাপদে নেই, সেই হুমকিও এসেছে বিশ্নোইদের তরফ থেকে।

গত ১২ অক্টোবর সালমানের ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। তার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে সালমানের। এ বার হুমকি এল শাহরুখের কাছে।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখের। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এ বার ব্যতিক্রম হয়েছে। প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তাঁর পাশে ছিলেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী।

জনপ্রিয়