ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শাকিবের সঙ্গে সিনেমা, যা বললেন মৌ

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ২২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

শাকিবের সঙ্গে সিনেমা, যা বললেন মৌ

ঢালিউড তারকা শাকিব খানের নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন একটি নাম, মৌসুমী মৌ! সম্প্রতি একটি অনুষ্ঠান সঞ্চালনার মঞ্চে শাকিব খানের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ঘটনাটি কতটা সত্য? কদিন ধরে খবরের পোর্টালগুলোতে পাওয়া যাচ্ছে এ সংক্রান্ত খবর, শাকিব খানের নায়িকা হচ্ছেন মৌসুমী মৌ। ঘটনার সত্যতা ও মৌয়ের সিদ্ধান্ত জানতে যোগাযোগ করা হলে জানা যায় ভিন্ন এক ঘটনা।

গত মঙ্গলবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে প্রচারণা ও সচেতনতামূলক একটি অনুষ্ঠান আয়োজন করে একটি পরিচ্ছন্নতা-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন দেশের একঝাঁক জনপ্রিয় তারকা। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে সেখানেই তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়ে বসেন ঢালিউড তারকা শাকিব খান। তিনি বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমায় এসো। অনেক ভালো করবা।’

এ প্রস্তাব কীভাবে গ্রহণ করেছেন মৌ? জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি ছিলাম বিনোদন অঙ্গনে একেবারেই নতুন। অভিজ্ঞতা ছিল কম। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’

মূলত ২০১৮ সালে ‘আগুন’ ছবির মহরতের সময় শাকিব খান তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন মৌকে।  মৌ বলেন, ‘ওই সময় শাকিব ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে চারটি সিনেমা হওয়ার কথা ছিল। সেগুলোর মধ্যে দুটি সিনেমার নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার একটির নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আমাকে। ওই সময় আমি অতটা আত্মবিশ্বাসী ছিলাম না। সে কারণে কিছুটা সময় চেয়েছিলাম। সম্প্রতি আবারও তিনি বলেছেন, মৌয়ের সিনেমায় অভিনয় করা উচিত। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। এখন দেখি, আমাকে কোন সিনেমায় অফার করা হয়।’

মূকাভিনয় শিল্পী হিসেবে পথচলা শুরু করেছিলেন মৌসুমী মৌ। পরে ক্যারিয়ার গড়েন অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবে। তবে এরই মধ্যে কয়েকটি টিভি নাটকেও দেখা গেছে তাকে। এখন বেশ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন মৌ।

জনপ্রিয়