ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিয়ের আগেই বিচ্ছেদ বিজয়-তামান্নার

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৫২, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৪:০৯, ৫ মার্চ ২০২৫

সর্বশেষ

বিয়ের আগেই বিচ্ছেদ বিজয়-তামান্নার

দক্ষিণ ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম তো ‘টক অফ দ্য টাউন’। নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের। 

কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছরই বিয়ে করতে চলেছেন তিনি। এসবের মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন তামান্না-বিজয়।  

এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত এজুটির ভক্তদের। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের গুঞ্জনের মধ্যেই বিচ্ছেদের খবর শোনালো তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’।

এদিকে কয়েক মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়ের পরের কথা ভেবে মুম্বাইয়ে নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা। কিন্তু এবার শোনা যাচ্ছে সম্পর্কই নেই তাদের। 

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।  

সুজয় ঘোষের পরিচালনায় এই অ্যান্থলজিতেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসেন বিজয় ও তামান্না। এই কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন দুজন। এরপর নানা জল্পনা-কল্পনার পর ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না।  তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

তারপর থেকে এই জুটিকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা যায়। একে-অপরের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে মন্তব্য করা থেকে শুরু করে একসঙ্গে ক্যামেরায় ধরা দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো- সবটাই করতে দেখা যায়।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

জনপ্রিয়