ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নষ্ট হয়ে যাওয়া দুধ কোন কোন কাজে লাগে?

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২০:০০, ২৬ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নষ্ট হয়ে যাওয়া দুধ কোন কোন কাজে লাগে?

দুধ গরম করতে গিয়ে দেখলেন আগে থেকে রেখে দেওয়া দুধ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দুধ কেটে গেছে। নষ্ট হয়ে যাওয়া দুধ তো খাওয়া যাবে না। তাহলে উপায়? দুধ নষ্ট হয়ে গেলে সাধারণত অনেকেই ছানা বানিয়ে নেন। নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে আরও অনেক কাজই করা যায়। ঘরের বেশ কিছু কাজেও ব্যবহার করা যায়।

 নষ্ট হয়ে যাওয়া দুধ কোন কোন কাজে লাগে?

গরম করার সময়ে দুধ কেটে গেলে তা দিয়ে চিজ় বানিয়ে নিতে পারেন। কেটে যাওয়া দুধে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। দুধ থেকে চিজ আলাদা হয়ে যাবে। তা তুলে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভিনেগার ধুয়ে যায়।

এ বার সেই ঘন ডেলা পাকানো দুধ ভাল করে সেলোফিন র্যা পে মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে। তা হলে জমাট বেঁধে চিজ় হয়ে যাবে।কেটে যাওয়া দুধ দিয়ে কেক, প্যানকেক বা মিষ্টি তৈরি করা যায়। মাখন বা ডিমের বদলে নষ্ট হয়ে যাওয়া দুধ ব্যবহার করলে স্বাদ আরও বাড়বে।


নষ্ট হওয়া দুধ দিয়ে ক্রিম তৈরি করা যায়। কেটে যাওয়া দুধ ছানার মতো করে তুলে নিয়ে তা স্যালাড ড্রেসিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।কেটে যাওয়া দুধ কিন্তু ভাল সার হতে পারে। গাছের গোড়ায় কিছুটা দিলে, খুব দ্রুত গাছের বৃদ্ধি হবে।

দুধ রূপচর্চার কাজেও লাগাতে পারেন। দুধে তুলো ভিজিয়ে মুখে লাগালে খুব ভাল ক্লিনজারের কাজ করবে। দুধে ওটস মিশিয়ে তা স্ক্রাবারের মতো ব্যবহার করতে পারেন। এতে মুখে ময়লা, মৃত কোষ উঠে যাবে। আবার ট্যান তুলতেও কাজে লাগে দুধ।

বাড়িতে দই বা বাটারমিল্ক না থাকলে, মাছ বা মাংস ম্যারিনেট করার জন্য কেটে যাওয়া দুধ কাজে লাগাতে পারেন। এতে স্বাদ আরও বাড়বে।

জনপ্রিয়