ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শহীদ মিনার এরাকায় বিক্ষোভ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

শহীদ মিনার এরাকায় বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র-জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জনসমাগম ছড়িয়েছে পাশের সড়কগুলোতেও। 

শনিবারের (৩ আগস্ট) এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার। এদিন দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার।

পরে বিকেল ৩টার দিকে ঢল নামে ছাত্র-জনতার। এর আগে শহীদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাথায় ও হাতে দেশের লাল-সবুজের পতাকা দেখা গেছে।

কর্মসূচিতে রাজধানীর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে মিছিলগুলো একে একে পৌঁছাতে থাকে শহীদ মিনারে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশে আসছেন অন্যান্য পেশাজীবীরাও।

জনপ্রিয়