ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

যে কারণে বিদেশ নেয়া যাচ্ছে না খালেদা জিয়াকে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

যে কারণে বিদেশ নেয়া যাচ্ছে না খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। আর এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শারীরিকভাবে একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত সম্ভব বাহিরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য নেওয়া হবে। কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থে আধুনিক সেন্টারে দেখানো ছাড়া এবং তাদের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

এর আগে বুধবার রাতে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। 

গত ২১ আগস্ট ৭৯ বছর বয়সী খালেদা জিয়া প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফেরেন।

জনপ্রিয়