ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।[inside-ad-1]
মির্জা ফখরুল বলেন, ‘মুশফিক আমাদের হিরো। তিনি এ দেশের মানুষের কাছে হিরো। আমাদের ওপর হওয়া অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করেছিলেন মুশফিক।’
বিএনপি মহাসচিব বলেন, মুশফিক ও তার মতো আরও অনেকে দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদ হাসিনা সরকারের কারণে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এখনো দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।