ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকেরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' ওপরই নির্ভরতা ছিলো শেখ হাসিনার।
এখনো প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে গোপনে ষড়যন্ত্র করছে।তবে তাদের এই চক্রান্ত সফল হবে না বলেও দাবি করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।