ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

সাবেক সচিব মেজবাহ উদ্দীনসহ গ্রেফতার ছয়

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সাবেক সচিব মেজবাহ উদ্দীনসহ গ্রেফতার ছয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার এক বার্তায় ডিবি জানিয়েছে, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার করেছে র‌্যাব। 

এদিকে র‌্যাব জানিয়েছে, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, একরামুল করিমসহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে।

জনপ্রিয়