ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২০ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহ রিমান্ড শেষে কারাগারে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহ রিমান্ড শেষে কারাগারে

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার শেখ হাসিনার ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে  আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৫ অক্টোবর দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর গুলশান-২ থেকে মঈনকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ অক্টোবর) তাকে ৫ দিনের রিমান্ড দেয় আদালত।

২০২৩ খ্রিষ্টাব্দের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

জনপ্রিয়