ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামাল হোসেনের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০২, ২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামাল হোসেনের

১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন। এ সময় সংবিধান সমসাময়িক করতে কমিশনকে পরামর্শ দেন তিনি।

শনিবার (২ নভেম্বর) মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো: সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মোঃ মুসতাইন বিল্লাহ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে শনিবার তার মতিঝিলস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, ‘ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন।’

জনপ্রিয়