জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আগস্ট বিপ্লবোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙে দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
দলটির নেতারা বলেছেন, এসব কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে ওই দাবি জানায় দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়ার জন্য যাত্রা করলে পুলিশি বাধার মুখে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেন।
তিনি আরো বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী দেশের শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, আয়-উপার্জন ধ্বংস করে অর্থনীতি মারাত্মক ধ্বংস করে দিয়েছে। খাদ্য দ্রব্যের অসহনীয় মূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়েছে। জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও উপদেষ্টা পরিষদ বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে তাদের দলের বাইরের মানুষকে চাকরিচ্যুত করছে। তারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে।
ইমাম হায়াত বলেন, মানুষের জীবন ও গণতন্ত্র বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, সহ-সভাপতি আরেফ সারতাজ, সূফি আহমেদ শাহ মোর্শেদ প্রমুখ।