ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দুর্নীতি করলে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়ার ঘোষণা ভূমি উপদেষ্টার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

দুর্নীতি করলে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়ার ঘোষণা ভূমি উপদেষ্টার

কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়ার ঘোষণা দিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।সোমবার (৪ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় বিএসআরএফ আয়োজিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

হাসান আরিফ জানান, রেজিষ্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আবারও আনার চেষ্টা করা হচ্ছে। ভূমি বন্টনের মামলা নিস্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, তহশিলদারদের দৌড়াত্ম থামাতে অনলাইন সুবিধা নিতে হবে। ডিসি ও এসিল্যান্ডকে কঠোরভাবে ভূমি অফিসের দুর্নীতি মোকাবেলার বিষয়টি দেখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, খতিয়ান ও ভূমিকর বিষয়ক আবেদনের সমাধান করার কথা বলেন তিনি।
 

জনপ্রিয়