ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন: রিজওয়ানা হাসান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৪, ৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন: রিজওয়ানা হাসান

বন রক্ষা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে তিনি এ কথা বলেন।

 বালু উত্তলন রোধে সরকার বিশেষ নজরদারি রাখবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া বন রক্ষা করতে হবে। বন না থাকলে দেশের সংস্কৃতি থাকবে না।

পাহাড়ের সবার অধিকার ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাহাড়ি বা সীমান্তে বনায়ন সরকার নিতে চাইলে গোষ্ঠীদের অনুমতি নিয়েই কাজ করা হবে।
 
এ ছাড়া গারো ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

‘মধুপর নিয়ে বিগত সরকারের আমলে রায়ের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না। মধুপুর শালবন এই অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনবে’, যোগ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
 

জনপ্রিয়