ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ২২ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

রোববার ২২ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে সারা বিশ্বের মুসলিমদের আঘাত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। এছাড়া সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানায়।

এদিকে এ ঘটনায় তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার ২১ জানুয়ারি স্টকহোমে তুরস্কবিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থী সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

জনপ্রিয়