জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম এতোদিন মানুষের মুখে মুখে ফিরলেও রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার সেই স্বীকৃতি দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আতাউর রহমান।
তিনি বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে উপস্থাপন করা হয়েছে এবং সেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা অফিসিয়ালি এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না।
২০২২ খ্রিষ্টাব্দের ২২ জুন কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী রিট আবেদন করেন।
তাকে জাতীয় কবির ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে তখন রুল জারি করেছিল হাই কোর্ট। সংস্কৃতি বিষয়ক সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।
সংস্কৃতি সচিব আতাউর রহমান বলেন, হাই কোর্টে ইতোমধ্যে আমরা জবাব দিয়েছি। মন্ত্রণালয় থেকে বলেছি, এটা করা উচিত। কিন্তু হাই কোর্টে এখনো নিষ্পত্তি হয়নি। এটা হাইকোর্টে নিষ্পত্তি সাপেক্ষে গেজেট প্রকাশ করা হবে।