ঢাকা বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বামীর নির্যাতনে বিচারপতির ভাতিজির মৃত্যু

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ১৭:৩৬, ১৮ মার্চ ২০২৩

সর্বশেষ

স্বামীর নির্যাতনে বিচারপতির ভাতিজির মৃত্যু

যৌতুকের জন্যে নির্যাতনের শিকার হয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডা. নুরুল আমিনের মেয়ে ফাতেমা নাসরিনের মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার সময় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা।

গত ৮ মার্চ স্বামী মির্জা সাখাওয়াত হোসেন কর্তৃক নির্যাতনের শিকার হন তিনি। এতদিন নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

ফাতেমা নাসরিন একজন গৃহিণী ছিলেন। ইন্টারমিডিয়েট পড়ুয়া কন্যা সন্তান আছে তার। স্বামী মির্জা সাখাওয়াত হোসেন গণপূর্তের একজন নির্বাহী প্রকৌশলী। 

এর আগে যৌতুকের মামলা ছিল তার নামে। সংসার করবে বলে স্ত্রীকে বাসায় নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করেন স্বামী সাখাওয়াত হোসেন। 

গত ২৩ জানুয়ারি মা হারান ফাতেমা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাবি মমতাজ বেগম দীর্ঘদিন ধরে নিউরো ও হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তিও ছিলেন। 
বাবা ডা. মো. নুরুল আমিন তালুকদার অনেক আগেই মৃত্যুবরণ করেছেন।

জনপ্রিয়