ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সুমিতা দেবীর জন্মদিন আজ

মতামত

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:২০, ২ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

সুমিতা দেবীর জন্মদিন আজ

বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবীর জন্মদিন আজ । তিনি ১৯৩৬ খ্রিষ্টাব্দের এই দিনে তিনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। 

পঞ্চাশের দশকের শেষের দিকে ‘আসিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন তিনি। তার অভিনীত আসিয়া চলচ্চিত্রটি ১৯৬১ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনয় শিল্পী টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও মঞ্চ নাটকেও। 

তিনি প্রধান অভিনেত্রী হিসেবে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, এই তো জীবন, দুই দিগন্ত, আগুন নিয়ে খেলা, অভিশাপ, এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি। এছাড়াও তিনি পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন।

সুমিতা দেবীর প্রকৃত নাম হেনা ভট্টাচার্য্য। আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন চলচ্চিত্রকার ফতেহ লোহানী। ২০০৪ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি চলচ্চিত্রের এই কিংবদন্তির জীবনাবসান ঘটে।

জনপ্রিয়