ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সরকারবিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। শহরের বিভিন্ন মোড়ে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনরতরা।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কর্মসূচি শেষ করে শহরের গার্লস স্কুলের দিকে যাচ্ছিলো।
এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে শহরের রোনালসে রোড, ফায়ার সার্ভিস মোড়, আমতলা সড়কসহ বিভিন্নস্থানে দু’গ্রুপের সংঘর্ষ বাধে। এতে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ দুপক্ষের অন্তত ২৫ জন আহত হন।