দীঘিনালায় সেটলাররা পাহাড়িদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শাহবাগ থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিল শেষ করেন।
এ সময় তারা “দীঘিনালায় হামলা কেনো, প্রশাসন জবাব দে”, অগ্নিসংযোগ ও হামলাকারীদের বিচার কর, বিচার কর”, সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে এক আন্দোলনকারী বলেন, “গতকাল সমতলের বাঙালিরা আমাদের পাহাড়িদের ওপর হামলা করে। তাদের ঘরবাড়ি, দোকানপাট সহ অনেককিছু পুড়িয়ে দেই। সরকার থাকার পর যদি তারা এগুলো করতে পারলে সরকার থেকে লাভ কি? তাই, আমরা হামলাকারীদের দ্রুত বিচার চাই।”