ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি।
আরো পড়ুন: পাকিস্তানকে বাংলাওয়াশ করায় ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে রচিত হলো অবিস্মরণীয় এক ইতিহাস। লাল বলে ২৪ বছরের যাত্রায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এসেছিল গত ম্যাচেই। এবার পাকিস্তানের মাটিতে তাদের পূর্ণশক্তির দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল টিম টাইগার।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দুই বার ও জিম্বাবুয়েকে একবার ধোলাই করেছিল।