ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

ভারতে জিততে পারবে না বাংলাদেশ, বললেন সৌরভ গাঙ্গুলী

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ভারতে জিততে পারবে না বাংলাদেশ, বললেন সৌরভ গাঙ্গুলী

পাকিস্তানে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টাইগারদের মিশন এখন ভারত সফর। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে শান্তরা। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভারতে কোনো সুযোগ পাবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো সহজ নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে। তবে যেহেতু পাকিস্তানকে তাদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই তাদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’

পাকিস্তান ক্রিকেটের সমস্যা নিয়ে সৌরভের বক্তব্য, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাইদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু তারা তো আর এখন জেতাতে পারবে না। প্রতিটি প্রজন্মে ভালো ক্রিকেটার প্রয়োজন। কিন্তু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর বাংলাদেশের বিপক্ষে তাদের যে খেলা দেখলাম- সেটা থেকেই প্রমাণিত যে পাকিস্তানের ক্রিকেটার উঠে আসছে না। তাদের এই দিকে নজর দেওয়া উচিত।’

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে ৬, ৯ ও ১২ অক্টোবর।

জনপ্রিয়