ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি সূত্রে এ তথ্য জানা যায়। দীর্ঘদিন বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন খালেদ মাহমুদ সুজন। এখনও তার পদত্যাগের কারণ জানা যায়নি।  

খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন। সেই সঙ্গে ২০০৩ থেকে ২০০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন সুজন। ২০১৩ খ্রিষ্টাব্দ নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। ২০১৮ খ্রিষ্টাব্দ  ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 

গতমাসের শেষ দিকে বোর্ড সভা শেষে বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন,পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভির আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

নাদেল বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তানভীর ইসলাম টিটু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

জনপ্রিয়