ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আরো ৬ বছর রিয়ালেই থাকছেন লুনিন

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

আরো ৬ বছর রিয়ালেই থাকছেন লুনিন

গত মৌসুমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের পাশাপাশি ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া। অনেকেই তখন ধারণা করেছিলেন বাজে মৌসুম যাবে তাদের।কিন্তু কোর্তোয়ার অভাব বুঝতে দিলেন না আন্দ্রে লুনিন।

 ইউক্রেনের এই গোলরক্ষক একের পর এক সেভ দিয়ে নায়ক বনে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ জেতায় গুরুত্বপূর্ণ অবদানে সবার ওপরে উঠে আসবে তার নাম। তাইতো লুনিনকে রেখে দিয়েছে রিয়াল। ২০৩০ খ্রিষ্টাব্দের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল।

মাত্র ১৯ বছর বয়সে রিয়ালের হয়ে যাত্রা শুরু হয় লুনিনের। যদিও প্রথম দুই মৌসুম তাকে ধারে পাঠানো হয় লেগানেস ও রিয়াল ভাইয়াদলিদে। পরে ২০২০-২১ মৌসুমে ফেরেন ক্লাবের হয়ে। তখনও খুব বেশি সুযোগ পাননি। কিন্তু গত মৌসুমে সুযোগ পান, আর জানান দেন নিজের যোগ্যতার। দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ।  

রিয়ালের জার্সিতে এ পর্যন্ত ৪৮ ম্যাচের ১৬টিতে ক্লিন সিট রেখেছেন লুনিন। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে জিতেছেন দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইটি লা লিগাসহ মোট ১০টি শিরোপা।
 

জনপ্রিয়