ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রিয়াল মাদ্রিদ-এসি মিলান: পুরনো দুই শত্রু মুখোমুখি আজ

খেলা

প্রকাশিত: ১৭:২৯, ৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

রিয়াল মাদ্রিদ-এসি মিলান: পুরনো দুই শত্রু মুখোমুখি আজ

ইউরোপা সেরার ক্লাব ফুটবলে শুরু থেকেই জমজমাট ছিলো রিয়াল মাদ্রিদ-এসি মিলান দ্বৈরথ। পুরনো দুই 'শত্রু' আজ আবার মুখোমুখি নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে। রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত দুটাইয় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি।

নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে লড়ছে ইউরোপের ৩৬টি ক্লাব। প্রতিটি দল প্রথম রাউন্ডে খেলবে আটটি করে ম্যাচ। সেখানে তিনটি করে ম্যাচ শেষে মিলান এক জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের ২৫তম স্থানে রয়েছে। আজ চতুর্থ ম্যাচে সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে পুরোনো 'শত্রু' রিয়াল মাদ্রিদ। যারা গতবারসহ রেকর্ড ১৫ বার জিতেছে ইউরোপ সেরার ট্রফি। 

এবারের ইতালিয়ান সিরি-আ লিগে ১০ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে মিলান। স্প্যানিশ লা লিগায় রিয়ালও ধরে রাখতে পারেনি ছন্দ। সবশেষ বার্সেলোনার কাছে এল ক্ল্যাসিকোয় ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থানে থাকলেও চির প্রতিদ্বন্দ্বীর কাছে ৯ পয়েন্ট পেছনে পড়েছে।  চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের দুটি জিতে ও অন্যটি হেরে দ্বাদশ স্থানে থাকা মাদ্রিদ জায়ান্টদের আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

আর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল কোচ কার্লো আনসেলোত্তিই দুই পুরোনো শক্রুর অতীত-কর্তমানের সেতু-বন্ধন রচনা করবেন। দুই দলই তার অধীনে ইউরোপ সেরার ট্রফি জিতেছে দু'বার করে। মিলান সবশেষ ২০০৭ খ্রিষ্টাব্দে, রিয়াল গত বছরে।  

জনপ্রিয়