ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৬ নভেম্বর ২০২২

আপডেট: ১২:৩২, ২৬ নভেম্বর ২০২২

সর্বশেষ

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন

দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। আজ রাতে মেক্সিকোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই হবে। এ অবস্থায় আর্জেন্টাইন সমর্থকদের জিজ্ঞাসা, কেমন হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দলের একাদশ। গতকালের অনুশীলন থেকেই একাদশের একটা ধারণা পাওয়া গেছে।

সৌদি আরবের বিপক্ষে শুরুর যে একাদশ ছিল, সেখান থেকে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই থাকছেন না মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে।

সৌদির বিপক্ষে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবে নেমেছিলেন মার্কোস আকুনা। মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন তিনি। ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গা নিতে যাচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ। তার সঙ্গে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি।

রক্ষণভাগে আরও পরিবর্তন আসতে পারে। গঞ্জালো মন্টিয়েল আসবেন নাহুয়েল মলিনার জায়গায়। মিডফিল্ডে পাপু গোমেজের জায়গা নিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ। গুইদো রদ্রিগেজ অথবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারেরও সুযোগ মিলতে পারে একাদশে।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে যথারীতি থাকবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে খেলারই সম্ভাবনা বেশি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

জনপ্রিয়