ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতোটা: ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১১:২৯, ১৬ আগস্ট ২০২৪

সর্বশেষ

বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতোটা: ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতোটা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। জাতিকে সংবিধানের সব মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে এখন যেটা ঘটছে তা স্বাধীনতা কতোটা মূল্যবান তা পরিষ্কারভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। স্বাধীন হওয়া বা স্বাধীনতা মঞ্জুর হওয়া সহজ। কিন্তু এই বিষয়গুলো কতোটা গুরুত্বপূর্ণ তা অনুধাবনের জন্য আমাদের অতীতের কাহিনীগুলো স্মরণ করা উচিত।

অর্থাৎ অতীতে কার কী অবদান সেদিকে ইঙ্গিত করেছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার প্রতিবাদ বিক্ষোভে ৫ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব ঘটনার প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেন প্রধান বিচারপতি।[inside-ad-1]

সাংবাদিকদের উদ্দেশ্যে ডি  ওয়াই চন্দ্রচূড় বলেন, এদিন উপলক্ষে আমি আপনাদের সবাইকে, আমাদের সাংবাদিক সমাজের কেন্দ্রীয় সদস্যদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে যারা আইনের সঙ্গে যুক্ত তাদেরকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এটা এমন একটা দিবস যেদিন আমাদের একে অন্যের প্রতি দায়িত্ব পালনের কথা, দেশের প্রতি দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কঠিন সময়গুলোর সংগ্রামের বিষয়ে কাজ করাই আদালতের বৈশিষ্ট্য। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, সবার উপরে সংবিধান। যদি এটা আইনসভা, নির্বাহী ও বিচারবিভাগ সমুন্নত রাখে তাহলে ভারত হবে একটি উন্নত দেশ। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিনিয়র আইনজীবী কপিল সিবাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহের লাল নেহরুর বক্তব্যকে স্মরণ করেন। তাহলো ‘দেশ স্বাধীনতাকে লালন করছে’।

জনপ্রিয়